ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১৫ দিন অন্তর শপিংয়ে নিতে হবে, বরকে চুক্তিপত্রে সই করালেন কনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

একে অন্যের পাশে থাকব। বিপদ এলে রুখে দাঁড়াব। একসঙ্গে পথ চলার জন্য শুধু এ সব শর্তকে যথেষ্ট মনে করছে না নতুন প্রজন্ম। তারা নিজেরাই নিজেদের বিবাহিত জীবনের শর্ত নির্ধারণ করছেন। বিয়ের আসরে সই করছেন মজার ছলে তৈরি সেই চুক্তিতে। এ বার ভারতে এ রকমই এক ভিডিও ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, মালাবদলের পরেই একটি চুক্তিপত্র সই করতে বসে গিয়েছেন নতুন বর-কনে। চুক্তিপত্রে একে অন্যকে পর পর একাধিক শর্ত দিয়েছেন তারা।

প্রথম শর্ত, মাসে একটাই পিৎজা খাওয়া যাবে। দ্বিতীয়, ঘরে যা রান্না হবে, কখনও তা খেতে অস্বীকার করা যাবে না।

তৃতীয়, বাড়িতে সব সময় শাড়ি পরতে হবে। চতুর্থ, গভীর রাত পর্যন্ত পার্টি করা চলতে পারে, তবে শুধুই একে অন্যের সঙ্গে। পঞ্চম শর্ত, রোজ জিমে যেতে হবে।

এর পরের শর্তগুলোয় বরকে একটু চাপে ফেলে দিয়েছেন কনে। বলেছেন, প্রতি রবিবার তাকে প্রাতরাশ তৈরি করে বৌকে খাওয়াতে হবে। প্রত্যেক পার্টিতে গিয়ে স্ত্রীর সুন্দর সুন্দর ছবি তুলে দিতে হবে। আর প্রতি ১৫ দিন অন্তর শপিংয়ে নিয়ে যেতে হবে।

বর-কনের সই করার ভিডিও নিয়ে হইচই পড়ে গিয়েছে। ভিডিয়োটি দেখা হয়েছে তিন কোটি বার। লাইক পড়েছে ১৭ লক্ষ। অনেক মহিলাই বলছেন, রোজ বাড়িতে শাড়ি পরা কখনওই সম্ভব নয়। অনেক পুরুষ আবার বলছেন, ১৫ দিন অন্তর স্ত্রীকে শপিং করানো সম্ভব নয়।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি